রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
দুটির কার্যক্রম বন্ধের নির্দেশ শ্রীপুরে নিবন্ধন না থাকায় তিনটি হাসপাতালকে জরিমানা
/ ৩০৩ Time View
Update : শুক্রবার, ২৭ মে, ২০২২, ১:১৪ অপরাহ্ন


গাজীপুরের শ্রীপুরে নিবন্ধন না থাকায় তিনটি হাসপাতালকে জরিমানা। পাশাপাশি দুই হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেনে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।

শুক্রবার (২৭ মে) দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থিত তিনটি হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভুষণ দাস উপস্থিত ছিলেন।

আদালত সুত্রে জানা যায়, স্বাস্থ্য বিভাগের নির্দেশ মোতাবেক শ্রীপুর উপজেলার হাসপাতাল গুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার ও মাওনা পপুলার মেডিকেল সেন্টারের নিবন্ধন না থাকায় দুটি হাসপাতালকে দশ হাজার টাকা জরিমানা আদায় এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। এছাড়াও কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন মেয়াদোত্তীর্ণ হওয়ায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভুষণ দাস জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ৭২ঘন্টার মধ্যে সারা দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনা দেয়া হয়। এরই প্রেক্ষিত্রে শুক্রবার শ্রীপুর উপজেলার তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার ও মাওনা পপুলার মেডিকেল সেন্টারের নিবন্ধন সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় দশ হাজার টাকা জরিমানা এবং নিবন্ধন না পাওয়া পর্যন্ত কার্যাদেশ বন্ধের নির্দেশ দেয়া হয়। এছাড়া কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধনের মেয়াদ না থাকায় এবং প্যাথলজির পরিবেশ মানসম্মত না হওয়া ও দক্ষ জনবল না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। যে সকল হাসপাতাল সরকারী নির্দেশনা মেনে পরিচালনা করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় সরকার নির্ধারিত মূল্য নেয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page