রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
শ্রীপুরে পুকুরে সাঁতার শিখতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
/ ২৬৩ Time View
Update : রবিবার, ১৫ মে, ২০২২, ১:১৩ অপরাহ্ন


গাজীপুরের শ্রীপুরে সহপাঠিদের সাথে পুকুরে সাঁতার কাটতে গিয়ে পুকুরে ডুবে স্কুল ছাত্র সাইদুর রহমান তনুর (১৫) মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকার স্থানীয় সিরাজুল হক মাদবরের পকুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা দুপুরের দিকে পুকুরে জাল ফেলে তনুকে অচেতন অবস্থায় উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিলে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত তনু নাটোর জেলার বিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের মো. সাজ্জাদুর রহমানের ছেলে। সে জৈনা বাজার এলাকার জহিরের বাড়িতে বাবা মার সাথে ভাড়া থাকতো। সে তনু উপজেলার জৈনা বাজার এলাকায় এইচএকে একাডেমির নবম শ্রেণির ছাত্র।

নিহতের বাবা জানান, তিনি স্ব-পরিবারে জৈনা বাজারে ভাড়া থেকে স্থানীয় দাদা গ্রুপের একটি কারখানায় চাকুরী করেন। তার ছেলে সময় সুযোগ পেলেই সাঁতার শিখতে পুকুরে যেত। রবিবার স্কুল বন্ধ থাকায় সহপাঠিদের সাথে সকাল সাড়ে ১০ টার দিকে ওই পুকুরে সাঁতার শিখতে নামে।

একটি কলাগাছের টুকরায় ভর করে সে সাঁতরিয়ে পুকুরের মাঝখানে চলে যায়। এক পর্যায়ে কলাগাছ থেকে হাত ফসকে পুকুরের পানিতে তলিয়ে যায়। তার সঙ্গীদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন গিয়ে পুকুর থেকে তনুকে উদ্ধারের চেষ্টা করে। এক পর্যায়ে জাল ফেলে দুপুর ১ টার দিকে তনুকে অচেতন অবস্থায় উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মরিয়ম বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, নিহতের মরদেহ শ্রীপুর হাসপাতালে আছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page