ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান দ্বন্দ্ব অবসানের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। গতকাল স্থানীয় সময় বুধবার তিনি এ আহ্বান জানান। সৌদি গেজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি গেজেটের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়েছে সৌদি আরব। সেই সঙ্গে গাজা ও জেরুজালেমে অনতিবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে।
আল-আরাবিয়্যাহ টিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে প্রিন্স ফয়সাল বলেন, ফিলিস্তিনের ব্যাপারে সৌদি আরবের অবস্থান সব সময় পরিষ্কার যে আরব শান্তি উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থায়ী সমাধানের জন্য ১৯৬৭ সালের সীমান্ত মেনে ফিলিস্তিন রাষ্ট্র হবে, আর তাতে ফিলিস্তিনের রাজধানী হবে পূর্ব জেরুজালেম।
ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে না আসা পর্যন্ত এ এলাকায় স্থিতিশীলতা আসবে না। ইসরায়েলি হামলা বন্ধের জন্য সব সক্রিয় রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে রক্তপাত বন্ধ করার ব্যাপারে সাধারণ পরিষদে আহ্বান জানাব।
সূত্র : সৌদি গেজেট।