রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
গাজীপুরে আইন জীবি’র বাসায় দিনে দুপুরে আলমারি ভেঙ্গে চুরি
/ ৩২১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ১:২১ অপরাহ্ন



গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার টাংকিরপাড় এলাকায় বৃহস্পতিবার দিনে দুপুরে আইনজীবির বাসায় চুরির ঘটনা ঘটেছে। চুরি করা হয়েছে টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল। আজ (২১ এপ্রিল) দুপুরে এ ঘটনাটি ঘটে।
আইনজীবী পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার টাংকিরপাড় এলাকার ইউসুফ কামালের বাসার ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে আইনজীবি পেশা চালিয়ে আসছিলেন এ্যাড. ছানোয়ার হোসেন খাঁন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ভাড়া বাসার মেইন দরজায় তালা দিয়ে কর্মস্থলে গাজীপুর কোর্টে যান। দুপুর সোয়া ১টার দিকে তার ছেলে আবিদ ইসরাক খাঁন দিহান স্কুল থেকে ফিরে দেখেন মেইন দরজার তালা নাই। পরে ঘরের ভিতরে গিয়ে কাপড়-চোপড়সহ আসবাবপত্র দেখতে পেয়ে সবাইকে খবর দেয়। খবর পেয়ে ওই আইনজীবীসহ আশপাশের লোকজন গিয়ে ষ্ট্রীলের আলমারির ড্রয়ারগুলো খোলা দেখতে পান। বাসায় কেউ না থাকার সুযোগে একদল চোর কৌশলে তালা খুলে ঘরের ভিতরে ঢুকে আলমারির ড্রয়ারে থাকা ৮০হাজার টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ২লাখ ৮৬হাজার ৫০০টাকার মালামাল চুরি হয়ে গেছে। এ ঘটনায় ওই আইনজীবি ছানোয়ার হোসেন খাঁন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সদর থানার উপপরিদর্শক ( সাইফুল) ইসলাম জানান, তাৎক্ষণিক খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বাসার রুমের আলমারি ভাঙ্গা পাই। চুর টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গিয়েছে। এ ঘটনায় আইনজীবী পরিবার থানায় একটি অভিযোগ দায়ের জন্য অভিযোগ প্রস্তুতি করছে। অভিযোগ পেলে ওই এলাকার  দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শন (এসআই) আরিফুর ইসলাম তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page