
গাজীপুরের কালিয়াকৈরের ৫নং শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিবুর রহমান আজ (বুধবার) কালিয়াকৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনসাধারণের ধাওয়া খেয়ে ইউনিয়ন পরিষদ ছেড়ে পালিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শনে জানা যায়, পতিত সরকার মনোনীত চেয়ারম্যান আজিবুর রহমান ৫ই আগষ্টের পরে দীর্ঘদিন পলাতক ছিলেন। গত ২৪শে ফেব্রুয়ারী হুট করে এসে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালামকে সরিয়ে চেয়ার দখল করেন। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম চৌধুরী এবং মেম্বারদের সাথে আলাপকালে জানা যায় কয়েকদিন আগে আজিবুর রহমান ইউনিয়ন পরিষদে এসে তিনি আগাম জামিন পেয়েছেন এবং এর কপি ইউএনও অফিস ও থানায় জমা দিয়েছেন বলে জানান। সেইসাথে এই লম্বা সময় অসুস্থতার জন্য ছুটিতে ছিলেন এমন একটি প্রত্যয়ন পত্রে প্যানেল চেয়ারম্যানের কাছে থেকে জোর করে স্বাক্ষর নেন।
কালিয়াকৈর জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্রতিনিধিগন খবর পেয়ে ইউনিয়ন পরিষদ ঘেরাও করার উদ্যোগ নেন। কিন্তু আগাম খবর পেয়ে আজিবুর রহমান পালাতে সক্ষম হন। ছাত্র জনতার পক্ষে প্রতিনিধিগন উক্ত চেয়ারম্যান এবং তার সহযোগী মেম্বার বাবুল হোসেন ও বন্যা আক্তারকে ইউনিয়ন পরিষদে অবাঞ্চিত ঘোষণা করেন।