রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
শ্রীপুরে কারখানায় ক্রেনের পায়া নামাতে গিয়ে মাথা থেঁতলে দ্বি-খন্ডিত শ্রমিক নিহত
/ ৩৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৪:৩৩ অপরাহ্ন


গাজীপুরের শ্রীপুরে বিবিএস ক্যাবলস্ এর মালিকানাধীন নতুন কারখানা ইন্ডিগো মারবেল এন্ড গ্যানাইড একটি প্রতিষ্ঠানে ক্রেনের পায়া নামাতে গিয়ে নাসির উদ্দিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ক্রেনের পায়া পড়ে শ্রমিকের মাথা দ্বিখণ্ডিত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানাযায়। নিহত শ্রমিক মো. নাসির উদ্দিন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামের সেকান্দর আলী আকন্দের ছেলে। সে নির্মাণাধীন কারখানায় শ্রমিকের কাজ করতেন।

কারখানার অপর শ্রমিক মো. শাহজাহান মিয়া জানান, পৌঁনে ছয়টার দিকে কারখানায় সবাই কাজ করছিলো, হঠাৎ করে একটি ক্রেনের পায়া ধরে টান দেয়া মাত্র গাড়ি থেকে ক্রেনের পায়া শ্রমিক নাসির উদ্দিনের মাথায় পড়ে। এরপর গুরুতর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে ভর্তি করি। পরবর্তীতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ জাবেদ কায়সার বলেন, নাসির উদ্দিন নামে এক শ্রমিক হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। পুলিশে খবর দেয়া হয়েছে। তিনি আরও জানান, তাঁর মাথায় প্রচুর আঘাত পেয়েছে। তার মাথা দ্বিখণ্ডিত হয়ে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ইন্ডিগো মারবেল এন্ড গ্যানাইড কারখানার দায়িত্বে থাকা মো. মহসিন আলী বলেন, নিহত শ্রমিক নিহত শ্রমিক কারখানার নিয়মিত শ্রমিক। আজ কাজ করতে গিয়ে অসাবধানতার জন্য সে দুর্ঘটনায় মারা গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page