
নেহায়েত হাসান সবুজ, মানিকগঞ্জ :-মানিকগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়ার মাহফিল ও খাবার বিতরণ করেছেন বিএনপির চেয়ার-পারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা।
শুক্রবার সকালে জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার গিলন্ড জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ জুমআ অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আধুনিক ক্রিকেটে রূপকার বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের দোয়া কামনা করা হয়। এছাড়াও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও তারেক রহমানের জন্য দোয়া চাওয়া হয়। আলোচনা ও দোয়ার মাহফিলে অংশ নেন মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থী, বিশিষ্ট আলেম ওলামা, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আ.ত.ম জহির আলম লোদীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এ্যাড. মকসেদুর রহমান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন আহমেদ যাদু, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন আহমেদ ভূইয়া হাবু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক শামীম আল মামুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান দোলন, যুব বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, এ্যাড. উজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জিএস জিন্নাহ্ খান, সদস্য সচিব এ্যাড রাকিবুল ইসলাম রাকিব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিব, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন প্রমূখ।