মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুর ব্যটারী পুড়িয়ে পরিবেশ দূষণ করায় দুই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত অর্থদন্ড ও বিনাশ্রম কারা দন্ড দিয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার সহকারী কামিশনার (ভূমি) আতাহার শাকিলের ভ্রাম্যমান আদালত ওই সাজা প্রদতান করেন।
সাজা প্রাপ্তরা হলেন মানিক গঞ্জজেলার সিঙগাইর উপজেলার ফুডনগর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে মো. জহির সিকদার (৬০) ও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বারহা গ্রামের মুকসেদ আলীর ছেলে সুমন মিয়া (২৫)। এদের মধ্যে জহির সিকদারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ছয়মাসে বিনাশ্রম কারা দন্ড এবং সুমন মিয়াকে পঞ্চাশ হাজার টাকা এবং তিন মাসের বিনাশ্রম কারা দন্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল জানান, উপজেলার বদনীভাংগা গ্রামে ওই ব্যক্তিরা বনের ভেতর অবৈধ ভাবে চ্যটারী পুড়ানোর কারখানা তৈরি করে তাতে পুরাতন ব্যটারী পুড়াচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দু’ব্যক্তিকে আটক করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন দুই ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদন্ড সহ জহির সিকদারকে ৬ মাস এবং সুমন মিয়াকে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।