
লিমন হায়দারঃ–২৪ ডিসেম্বর(মঙ্গলবার)বেলা ১টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল ইসলামের নেতৃত্বে এসআই রেজাউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ ফুলবাড়ী থানার ঢাকা মোডে আভিযানিক দলটি অবস্থান করে।
এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা চাল বোঝাই ট্রাকটি বেলা পৌনে তিনটার দিকে ঢাকা মোড়ে পৌঁছলে মাদকদ্রব্য রয়েছে সন্দেহে ট্রাকটি তল্লাশি করলে বিশেষ কায়দায় রাখা দুটি ব্যাগ মোট ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।উক্ত অভিযানে দু’জন মাদক কারবারিকেও আটক করা হয়।
আটকৃত মাদক কারবারি মিলন চন্দ্র (২৪),পিতা-শ্রী গনেশ চন্দ্র,সাং-পাতলশা সরকার পাড়া, মাসুদ রানা(১৯),পিতা-আব্দুল কুদ্দুস,সাং-বড়াইপুর(মোল্লাপাড়া),
উভয়ের থানা-সদর,জেলা-দিনাজপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়,তারা পেশাদার মাদক কারবারি।উদ্ধারকৃত ফেন্সিডিলগুলি তারা মামলার পলাতক আসামী তরিকুল ইসলামের নিকট হতে ড্রাইভার মোস্তাকিম শাওন ও ড্রাইভার আশেদুর রহমান রাসেলের যোগসাযোশে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার পথে গাজীপুরে বিক্রয় করবে বলে জানায়।
এই মাদকের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে কথা হয় অফিসার ইনচার্জ একেএম মুহিব্বুল ইসলামের সাথে-তিনি জানান,এই মাদক কারবারিরা অত্যন্ত ধূর্ত প্রকৃতির।এরা দীর্ঘদিন থেকে সীমান্ত পথে মাদকদ্রব্য নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করত।আগামীতে তাদের বিরুদ্ধে আরও বেশি-বেশি আমাদের অভিযান পরিচালিত হবে।সেক্ষেত্রে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা আমরা চাই।মাদকের সঙ্গে আর কোনো আপোষ নয়।তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।