
গোপাল হালদার, পটুয়াখালী:–বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের উপর ভারতের সাদ কান্ধলভীর অনুসারী সা’দপন্থীদের নারকীয় হামলার প্রতিবাদে পটুয়াখালী জেলা ওলামা মাশায়েখের আয়োজনে শুক্রবার(২০ডিসেম্বর) জুমা নামাজের পরে পটুয়াখালী জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ মিছিলটি মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলীপি প্রদান করা হয়।
মোঃ আব্দুল হক কাওসারীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ, জেলা জমিয়াতুল ওলামা ইসলামের সভাপতি মোঃ আব্দুল হক কাওসারী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত ১৮ ডিসেম্বর গভীর রাতে আমলরত একটি মাদ্রাসায় সা’দপন্থীদের হামলায় চারজন তাবলীগে অংশগ্রহণকারী নিহত হন এবং বহু মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। “সা’দপন্থীদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে।”
#