
গোপালগঞ্জ প্রতিনিধিঃ—গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা এলাকায় থেকে অটো-রিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব -৬।
একই সঙ্গে চুরি যাওয়া ১ টি অটোরিকশা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টা দিকে উপজেলার রামদিয়া – গোপালপুর সড়কের সাফলীডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মোঃ মিন্টু শেখ (৩৫) ও বিপুল সিকদার (২৪)। পরে তাদের কাছথেকে ১ টি অটোরিকশা জব্দ করে র্যাব -৬।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, বৃহস্পতিবার দুপুরে অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা গোপালগঞ্জ শহর এলাকায় ও জেলার বিভিন্ন জায়গা থেকে অটোরিকশা চুরি করে।
তিনি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অটোরিকশা চুরি’র সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।