
গোপালগঞ্জ প্রতিনিধিঃ—গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড থেকে ১৪ কেজি গাঁজাসহ মোঃ রাসেল (১৯) ও আসিব মল্লিক (২২) নামে দুই যুবককে গেপ্তার করেছে র্যাব -৬।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টা দিকে কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মোঃ রাসেল ঢাকা কেরানীগঞ্জের জিনকিরা এলাকার আব্দুর রহমানের ছেলে ও আসিব মল্লিক বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী এলাকার মোঃ মোশাররফ মল্লিকের ছেলে ।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, মোঃ রাসেল ও আসিব মল্লিক ঢাকা থেকে গাঁজা নিয়ে কাশিয়ানী হয়ে পিরোজপুর যাবে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অবস্থান নেওয়া হয়। এ সময় তাদের কাছে থাকা বস্তা তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলার পর গ্রেপ্তারদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।