মোহাম্মদ আদনান মামুন শ্রীপুর উপজেলা প্রতিনিধি ঃ-গাজীপুরের শ্রীপুরে সিএনজি অটোরিকশার সঙ্গে টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার ভিটিপাড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সিএনজি অটোরিকশা চালক ফালু মিয়া (৪৫)। তিনি উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার রাজন্দ্রেপুর এলাকায় থেকে যাত্রী নিয়ে প্রহলাদপুরের দিকে যাচ্ছিলেন সিএনজি চালক ফালু মিয়া। এসময় সিএনজি অটোরিকশাটি ভিটিপাড়া বাজার অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফালু মিয়া ঘটনাস্থলেই মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।