বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
সংস্কার শেষ হলে দ্রুত নির্বাচন দিতে হবে : আমান
/ ২২ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১:৫৪ অপরাহ্ন

 

মিশুক মোস্তফা খুলনা প্রতিনিধি ঃ-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তী সরকার রোডম্যাপ দিয়েছে, সংস্কার কমিশনের কাজ শেষ হলে দ্রুত নির্বাচন দিতে হবে।

সেই নির্বাচন হবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে।

সোমবার (৯ ডিসেম্বর) খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে। সব দলের মতামত নিয়ে দেশ পরিচালিত হবে।
এজন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। সহনশীল হতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের ঐক্যের বিকল্প নেই। কে পদ পেলাম, কে পেলাম না, সেদিকে তাকাবেন না।

সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপি নেতা হাফিজুর রহমান মনি এবং পরিচালনা করেন সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ।

উদ্বোধক ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান। প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

বিশেষ বক্তা ছিলেন বিএনপির সহতথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল ও খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page