বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
শ্রীপুরে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে মা ও মেয়ের মৃত্যু
/ ২৬ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৯:৩১ পূর্বাহ্ন

 

মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ-গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে শিশুকন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় শিশু সন্তান রওজাতুল জান্নাত রাফসা (১১) মাস ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন শিশুর বাবা রাসেল মিয়া।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে ৩৩৫ নান্বার রেল পিলার এর পাশে এ দূর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ নাসরিন আক্তার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাব গ্রামের মো. রাসেল মিয়ার স্ত্রী। তিনি গোপালগঞ্জ জেলার এনামুল হক বিশ্বাসের কন্যা।

প্রত্যক্ষদর্শী পারভীন আক্তার বলেন, নিহত নারী সকাল থেকে সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছে একটি আম গাছের নিচে বসে ছিলো। অনেক সময় ঐ নারী মোবাইল ফোনে কয়েকদফা কথাবার্তা বলে কান্নাকাটি করে। এর কিছুক্ষণ পর ময়মনসিংহ গামী জামালপুর কমিউটার ট্রেন আসলে ঐ নারী তার শিশুকন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। এতে শিশুকন্যা ট্রেনের সঙ্গে আঘাত পেয়ে দূরে ছিটকে পড়ে। মহিলাটার মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়ে,ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত শিশুকন্যাকে আমি উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এরপর চিকিৎসক দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠান। ততক্ষণে আহত শিশুর বাবা রাসেল ও চাচা সাগর হাসপাতালে চলে আসে। এরপর গুরুতর আহত শিশুকে এম্বুলেন্স যোগে ময়মনসিংহ নিয়ে যায়।

নিহতের স্বামী মো. রাসেল মিয়া বলেন, আমি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকুরী করেন। গত তিনদিন যাবৎ আমি কর্মস্থলে যাচ্ছি না। এনিয়ে আমাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। সামান্য ঝগড়াঝাটি হয়। তেমন বড় ধরনের ঝগড়াঝাটি হয়নি। স্বামী স্ত্রীর মধ্যে এরকম সমস্যা তো হয়েই থাকে। আহত বাচ্চাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেলে যাচ্ছি।

সাতখামাইর বাজারে ওষুধ ব্যবসায়ী মারুফ প্রধান বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দেখি। গুরুতর আহত শিশু রেল লাইনের একটু পড়ে রয়েছে। পাশের মায়ের রক্তাক্ত মরদেহ। এরপর আশপাশের লোকজন গুরুতর আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহত নারীর মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যায়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুস্মিতা বলেন, বেলা সোয়া ১১টায় জান্নাতুল রাফসা (১১) মাস শিশুকে আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page