মীর ইমরান -মাদারীপুর জেলা প্রতিনিধি:—মাদারীপুরের শিবচরে জামায়াতের ২০২৫-২৬ সেশনের জন্য শিবচর পৌরসভার আমীর হিসেবে বেলায়েত হুসাইন ও সেক্রেটারী হিসেবে জহির রায়হানকে নির্বাচিত করা হয়।
শনিবার (৭ডিসেম্বর) জামায়াতে ইসলামী শিবচর পৌরসভার সকল রুকনদের প্রত্যক্ষ ভোটে মাদারীপুর জেলা আমীর জননেতা মাওলানা মোখলেছুর রহমান নবনির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান। পৌরসভায় অন্যান্য যারা দায়িত্ব পেলেন অর্থ সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, যুব বিভাগ সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাইনুল ইসলাম (দুলাল গোমস্তা) ইত্যাদি।
আমীরের শপথের পরে জেলা আমীর সমস্ত রুকনদের নিয়ে শিবচরের সকল মানুষের কল্যাণের জন্য দোয়া মুনাজাত করেন।