আরিফুজ্জামান হিমন ফরিদপুর প্রতিনিধিঃ—ফরিদপুরের নগরকান্দায় কিশোর গ্যাংয়ের মোটরসাইকেলের ধাক্কায় আকাব্বর মাতুব্বর ওরফে আলী আকবর মাতুব্বর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার চরযশোরদী ইউনিয়নের নিখোড়হাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকাব্বর মাতুব্বর নিখোরহাটি গ্রামের একটি দোকান থেকে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। পথে তার সামনের দিক থেকে প্রতিবেশী রিপন মাতুব্বরের ছেলে মোটরসাইকেল চালক সাকিব (১৭) তার বন্ধু সৈয়দ মাতুব্বরের ছেলে আরিফ (১৬) ও হায়দার শেখের ছেলে সায়েম (১৭) বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। তাদের চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় আকাব্বর মাতুব্বর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত আকাব্বর মাতুব্বরের ছেলে বায়েজিদ মাতুব্বর অভিযোগ করে বলেন, তারা এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়। কিশোর গ্যাংয়ের বেপরোয়া গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল চালক সাকিব ও তার পরিবার এই ঘটনার পর এলাকা থেকে পালিয়ে গেছে।
এ ব্যাপারে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফর আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করি। নিহতের পরিবার লাশের ময়নাতদন্ত করাতে আগ্রহী না, এজন্য তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ মর্গে পাঠানো হয়নি।