
সারোয়ার হোসেন সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ-১১ জানুয়ারি শনিবার বিকাল ২:৩০ মিনিটে ঐতিনহ্যবাহী বাবুরচর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে “অগ্রযাত্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এর উদ্যোগে বাবুরচর প্রিমিয়ার লীগ বি.পি.এল সিজন-6 টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলো মাদারীপুর লায়ন্স ক্রিকেট টিম বনাম মৈত্রী সংঘ ক্রিকেট টিম শৌলডুবী।
মাদারীপুর লায়ন্স ক্রিকেট দল ২২ রানে মৈত্রী সংঘ কে পরাজিত করে। মাদারীপুর লাইন্স এর পক্ষে শৈকত ২০ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
মোট ৮টি দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়। দলগুলো হল-
১.মৈত্রী সংঘ- শৌলডুবি
২.মাদারীপুর লায়ন্স
৩.আন্টা ক্রিয়া সংস্থা
৪.কাড়াল ফ্যামিলি ফাউন্ডেশন
৫.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৬.নগরকান্দা ক্রিকেট ক্লাব
৭.সাদিপুর স্পোর্টিং ক্লাব
৮.ইলেভেন স্টার