
সরোয়ার হোসেন সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ-আজ ২৭ ডিসেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা ০৬:৩০ মিনিটে সদরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরপুর থানার পূর্ব শ্যামপুর এলাকা থেকে ৪৮ (আটচল্লিশ) পুরিয়া হেরুইন সহ ২ (দুই) জন যুবককে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন
১/ মোঃ হাসিবুল তালুকদার (২২), পিতা- রাসেল তালুকদার, গ্রাম নয় রশি, সদরপুর।
২/ তামিম বেপারী (২৩), পিতা- মিজানুর বেপারী, গ্রাম- খেজুরতলা, জামতলা, সদরপুর, ফরিদপুর।
সদরপুর থানার এস.আই মোঃ মিরাজুল কাজী ও এস.আই রাসেল শেখের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই দুইজন আসামীর কাছ থেকে আনুমানিক ৫ গ্রাম হেরুইন উদ্ধার করা হয়। আনুমানিকের এর মূল্য প্রায় ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা।
সদরপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মোতালেব বলেন সাধারণ মানুষ ও সাংবাদিকরা আমাদের তথ্য দিলে আমরা থানা পুলিশ সম্পূর্ণরূপে মাদক নির্মূল করতে প্রস্তুত আছি। আগামী দিনে আমাদের অভিযান থাকবে।