সরোয়ার হোসেন।
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:-আজ ৫ ই জানুয়ারি রবিবার বেলা ২ ঘটিকার সময় ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সদরপুর টু পেঁয়াজখালি সড়কে অটো গাড়ি ও অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুই গাড়ির ড্রাইভার সহ মোট ১০ জন আহত হয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন আছে। দুই গাড়িতে চারজন করে আট জন যাত্রী ছিল। এই অ্যাক্সিডেন্টে অটো গাড়ি দুমড়ে মচকে ভেঙে যায়। এক্সিডেন্টের সময় বসে থাকা যাত্রীরা সিটকে বাহিরে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের কাছ থেকে জানা যায় দুটি গাড়ির গতিই খুব বেশি ছিল।
আহতদের ভিতরে অটো ড্রাইভার নূর মোহাম্মদ এর বাড়ি উপজেলার পেঁয়াজখালি গ্রামে, রিক্সা ড্রাইভার আব্দুর রহমানের বাড়ি বাবুরচর মোল্লা গ্রাম।
আহত যাত্রীদের মধ্যে চাকলাদার ডাঙ্গির পশু চিকিৎসক হাবিবুর রহমান, পেঁয়াজখালির শিশু বাচ্চা আলীফা, চরকুমারিয়া গ্রামের একজন বয়স্ক ব্যক্তি, মুন্সিগ্রামের বিউটি আক্তার গুরুতর আহত হয়।
এই রিপোর্ট সংগ্রহ করা পর্যন্ত থানায় কোন অভিযোগ করার ঘটনার খবর পাওয়া যায়নি।