
মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর উপজেলা প্রতিনিধ:-
গাজীপুরের শ্রীপুরে পৌরসভার ৭নং ওয়ার্ড বেড়াইদেরচালা গ্রামে বাল্যবিবাহ নিরোধ আইনে’২০১৭ এর ৯ ধারায় কাজীর সহকারীকে ৬ মাসের বিনাশ্র কারাদন্ড ও বর ফাহরুম হোসেন ২১ দিনের বিনাশ্র কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
২২ জানুয়ারী বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিলের ভ্রাম্যমান আদালত ওই সাজা প্রদান করেন।
সাজা প্রাপ্তরা হলেন-মোঃ আবুল কালাম আজাদী (৪০), পিতা: মোঃ তাইজুদ্দিন, সাং- কর্ণপুর, শ্রীপুর, গাজীপুর কে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৯ ধারায় ০৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ফাহরুম হোসেন (২৩), পিতা: ফারুক মিয়া, সাং- সাতা, জগন্নাথপুর, সুনামগঞ্জ কে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় ২১ (একুশ) দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মোসাঃ ফিরোজা বেগম (৩০), পিতা: মোঃ আব্দুল গনি, সাং-বেড়াইদেরচালা, শ্রীপুর, গাজীপুর কে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ২,০০০/- (দুই হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আতাহার শাকিল জানান স্থানীয়রা বাল্যবিবাহ বিষয়ে অভিযোগ করলে তাৎক্ষনিক ঘটনার সত্যপেলে কাজীর সহকারী মোঃ আবুল কালাম আজাদী, বর মোঃ ফারুম হোসেন ও কুসুম কে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। তবে কনে কারিমা আক্তার অপ্রাপ্ত বয়স্ক হওয়া তাকে ভ্রাম্যমান আদালতে কোন সাজা না দিলেও তাহার মা মোসাঃ ফিরোজা বেগম কে দুই হাজার টাকা অর্থ দন্ড করেছে আদালত।