গজীপুরের শ্রীপুরে ৬২কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
বুধবার রাতে উপজেলার লোহাগাছ গ্রামের রেজু মিয়ার বাড়ির লাকড়ির ঘরের সিলিংয়ের উপর থেকে ৩১ টি প্যাকেটে রাখা ৬২কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় র্যাবের ওয়ারেন্ট অফিসার মো: আরিফুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্তরা হলো- মোমেন, রুবেল, লতিব ও শিশু মিয়া। গ্রেফতার মোমেন (৩৫) হলো ঢাকাস্থ খিলক্ষেতের রাজ পাড়ার মৃত শহিদুল্লার ছেলে।
মামলা সূত্রে জানাযায়, বুধবার রাতের র্যাব-১ এর একটি টহল দল উপজেলার গড়গড়িয়া মাষ্টার বাড়ি এলাকায় টহল দিচ্ছিল। এ সময় র্যাবের দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পায় উপজেলার পৌর এলাকার লোহাগাছ গ্রামের রেজু মিয়ার বাড়িতে গাঁজার বড় চালান আছে। খবর পেয়ে র্যাব ওই বাড়িতে রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালায়। র্যাবের উপস্থতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে পালিয়ে যায়।
এ সময় র্যাব মোমেন কে গ্রেফতার করে। মোমেনের তথ্য মতে রেজু মিয়ার বাড়ির লাকড়ির ঘরের সিলিংএর উপর থেকে ৩১টি প্যাকেটে রক্ষিত প্রায় সাড়ে সাত লাখ টাকা মূল্যের ৬২ কেজি গাঁজা উদ্ধার করে। সূত্রে জানাযায়, অভিযুক্ত শিশু মিয়ার মাধ্যমে চক্রটি দীর্ঘ দিন ধরে ব্রাম্মনবাড়িয়া থেকে গাঁজা এনে বিভিন্ন স্থানে বিক্রি করতো।
শ্রীপুর থানার থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, র্যাবের উদ্ধার করা গাঁজা সহ থানায় মামলা করেছে। গ্রেফতার করা আসামীকে আদালতে পাঠানো হয়েছে।