গাজীপুরে শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ সড়কে মঙ্গলবার দিনভর অটোরিক্সা উচ্ছেদ চলে। এই সময় পুলিশ ৭০টি অটোরিক্সা আটক করে। অটো আটকের খবর ছড়িয়ে পড়লে মহা সড়ক সহ আঞ্চলিক সড়কগুলোতে চলাচলকারী হাজার হাজার অটো উধাও হয়ে যায়। ফাঁকা হয়ে যায় রাস্তা ঘাট।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অটো বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
জানা যায় শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন আঞ্চলিক সড়কে ব্যাটারী চালিত অটোরিক্সা ধাপিয়ে চলাচল করে। প্রতিনিয়তই অটো দুর্ঘটনায় ঘটচ্ছে হতাহত। অটোরিক্সাকে কেন্দ্র করে বেরে গেছে বিদ্যুতের অবৈধ ব্যবহার। চালক খুন করে ছিনতাই হচ্ছে অটো। অবৈধ শতাদিক কারখানায় প্রতিদিনিই তৈরি হচ্ছে অটোরিক্সা। এই সব কারখানায় অটো উৎপাদনে নেই কোন নিয়ন্ত্রন।
মঙ্গলবার দিনবর জেলা পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ সারা দেশের ন্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অটোরিক্সা উচ্ছেদ অভিযান চালায়। এই সময় পুলিশ আটক করে ৭০টি রিক্সা। অটোরিক্সার খবরটি ছড়িয়ে পড়লে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ আঞ্চলিক সড়কগুলোতে চলাচলকারী হাজার হাজার অটোরিক্সা উধাও হয়ে যায়। ফাঁকা হয়ে যায় পুরো রাস্তা ঘাট।
মাওনা হাইওয়ে থানা পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম জানান, মহাসড়কে অটো চলার কোন বিধান নেই। জেলা পুলিশ ও থানা পুলিশ অটো উচ্ছেদের যৌথ অভিযান চালাচ্ছে।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, শ্রীপুরে মহাসড়কে অটো উচ্ছেদ অভিযান চলছে। সাড়া দেশের ন্যায় এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আটক হওয়া অটোরিক্সার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।