
মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর প্রতিনিধিঃ-গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে জুম্মার নামাজের পুর্ব মুহুর্তে দুপক্ষের উল্টাপাল্টা বক্তব্য ও একাধিক কমিটি ঘোষণার জেরে মসজিদের ভেতরে সংঘর্ষে ঘটনা ঘটেছে। শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন এবং পৌর কৃষক দলের যুগ্ন আহবায়ক মামুন বেপারীর গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে।
শুত্রবার(২৯ নভেম্বর) শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া বায়তুল আতিন জামে মসজিদের ভেতর জুম্মার নামাজের পুর্ব মুহুর্তে বেলা ১ টা ৩৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
ওই মসজিদের নিয়মিত মুছুল্লি তাইজুদ্দিন জানান, দীর্ঘদিন যাবৎ এ মসজিদের কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে চরম দ্বন্দ্ব চলে আসছে। গত দেড় সপ্তাহ আগে একটি কমিটি গঠন করা হলে তা মানেনি অপর পক্ষ।
শুক্রবার জুম্মার নামাজে খতিবের বয়ানের পর খুদবাহ পাঠের পুর্ব মুহুর্তে নতুন কমিটির একপক্ষের সভাপতি শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন নিজে সভাপতি পরিচয়ে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য দেন। এসময় পৌর কৃষক দলের যুগ্ন আহবায়ক মামুন বেপারী দাঁড়িয়ে তালেব হোসেনকে সভাপতি সে নিজেকে সাধারণ সম্পাদক পরিচয় করিয়ে দিয়ে সবার সহযোগিতা চেয়ে বক্তব্য প্রদান করেন।
এসময় উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্বে মসজিদের ভেতরেই শুরু হয় হট্টগোল আর হাতাহাতি। এক পর্যায়ে কিল-ঘুষি আর পাঞ্জাবি ছিরা সিরির পর রূপ নেয় চরম সংঘর্ষে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হলে হুমায়ুন বেপারী ও অনিক নামের দুই পক্ষের দুই জনকে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এক পক্ষের সাধারণ সম্পাদক মামুন বেপারী জানান, আমরা দাতা পরিবারের সদস্য, আমাদের না জানিয়ে তারা মন গড়া মতো মসজিদ মাদ্রাসার কমিটি করেছে। আমরা আজ সর্বসম্মতিক্রমে গঠিত আমাদের কমিটি ঘোষনা দিয়েছি। তিনি জানান এ সংঘর্ষে তার বড় ভাই হুমায়ূন বেপারীসহ ৩ জন আহত হয়েছে।
অপর পক্ষের সভাপতি এনামুল হক খোকন জানান, সর্বসম্মতিক্রমে গত ১৬ তারিখ আমাকে সভাপতি করা হয়েছে। আমি শুক্রবার জুম্মার নামাজের পূর্বে সভাপতি হিসেবে পরিচিতির বক্তব্য দিলে প্রতিপক্ষরা হট্টগোলের সৃষ্টি করেছে। তিনি দাবী করেন এ সংঘর্ষে তার পক্ষের ৫ জন আহত হয়েছে এবং তার ছেলে অনিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন মন্ডল জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি ।