
গাজীপুরের শ্রীপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, ওয়াকার ও টয়লেট প্যান বিতরণ করা হয়।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এসব বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনজুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন প্রমুখ।
এ সময় তুর্কীর রাষ্ট্রদূতের অর্থায়নে উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৮০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে ৩০ টি হুইলচেয়ার, ৩৫টি ওয়াকার ও ১৫ টি টয়লেট প্যান বিতরণ করা হয়।