গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের অয়োজনে মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জানাযায়, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যেগ গ্রহন করেছেন। এগুলোর মধে রয়েছে নারীর ক্ষমাতায়ন,আশ্রয়ন প্রকল্প,শিক্ষা সহায়তা,পল্লী সঞ্চয় ব্যাংক,ডিজিটাল বাংলাদেশ,কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ,পরিবেশ সুরক্ষা,সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুৎ।
কর্মশালায় এ দশটি উদ্যোগের বিষয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি গনের কাছ থেকে স্থানীয় ভাবে বাস্তবায়নের সমস্য ও সমাধনের বিষয়ে মতামত নেয়া হয়। বিভিন্ন পেশার ৫০জন প্রতিনিধি দিনব্যাপী কর্মশালারয় অংশ নিয়ে প্রথানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভবনী উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.মো. সামসুল আলম প্রদান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নূরে আলম মোল্লা,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন,পৌর কাওন্সিলর মো. রমিজ উদ্দিন,ইউপি চেয়ারম্যান গনের পক্ষে মো.নূরুল হক আকন্দ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত মো. নূরুল আমীন প্রমুখ।