গাজীপুরের শ্রীপুরে টমটমের চাকার লিক সারিয়ে হাওয়া দিচ্ছিলেন এসময় চাকায় লাগানো ৪টি নাট খোলে কপালে লাগে। আফাজ উদ্দিন একজনের মৃত্যু।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের চৌরাস্তা এলাকায় টায়ারের দোকানে কাজ করার সময় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আফাজ উদ্দিন (৩৫) নামের একজন । তিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের পাগলা বাড়ী এলাকার প্রয়াত আবুল হাসেমের ছেলে।
প্রত্যক্ষদর্শী রাসেল জানান, আফাজ একটি টমটমের চাকার লিক সারিয়ে হাওয়া দিচ্ছিলেন এসময় চাকায় লাগানো ৪টি নাট খোলে কপালে লাগে। আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে শ্রীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নজরুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাথায় আঘাত নিয়ে আফাজ উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা হয় উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে রেফার্ড করি।