বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
শ্রীপুরে পুলিশের উপেন হাউস ডে অনুষ্ঠিত
/ ২৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১:০২ অপরাহ্ন

 

শ্রীপুরে চুরি, ডাকাতি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে গাজীপুরের শ্রীপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর মডেল থানার আয়োজনে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মঙ্গলবার (৭ জানুয়ারি ) বিকেলে শ্রীপুর থানা প্রসঙ্গে এ কর্মসূচি পালন করা হয়।

এতে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডলের সভাপতিত্বে উপপরিদর্শক এসআই শামীম আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা পুলিশ সুপার ড.চৌধুরী মো: যাবের সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সিনিয়র পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আফজাল হোসেন খান,শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সবজি আহমেদ প্রমুখ।

সভায় অংশগ্রহণকারীরা শ্রীপুর উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. যাবের সাদেক বলেন, পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। পুলিশকে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানায় এ পুলিশ কর্মকর্তা।বিশেষ করে মাদক ব্যবসায়ী ও কিশোর অপরাধীদের চিহ্নিত করে আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন নিয়ে আসবেন বলেও জানান তিনি।

এসময় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page