মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর প্রতিনিধি-ঃ—গাজীপুরের শ্রীপুরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিংমোড় এলাকায় জহিরুল ইসলাম সরকারের তুলার গোডাউনে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
গোডাউনের মালিক জহিরুল ইসলাম সরকার জানান, হঠাৎ করেই বিশাল আকৃতির টিনশেডের ওই ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা হুমায়ূন কবির বলেন ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউন আগুনলেগে বিপুল পরিমাণ তুলা পুরে ছায় হয়েগেছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।