বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় আগ্নেয়াস্ত্রসহ ছাত্রলীগ নেতাসহ তিনজন আটক গাজীপুরের কালিয়াকৈরে ককটেল ফুটিয়ে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে দশ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা চিন্ময়ের পক্ষে দাঁড়ালেন না কোনো আইনজীবী, শুনানি ২ জানুয়ারি বাংলাদেশের দেশের মানুষ কারও দাদাগিরি পছন্দ করে না: জামায়াত আমির বকাটের মটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ১০ তারেক রহমান দেশে ফিরবেন কবে? আশুলিয়ায় ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ২ রূপগঞ্জে এবার নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিকের ওপর দুই দফায় সন্ত্রাসী হামলা
বিজ্ঞপ্তি
রূপগঞ্জে এবার নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিকের ওপর দুই দফায় সন্ত্রাসী হামলা
/ ১৯ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবার দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলার কাঞ্চন শিল্পাঞ্চল সংবাদদাতা শফিকুল ইসলাম মীরকে (৪৪) সন্ত্রাসীরা দুই দফায় হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করেছে। মাদক, ভূমিদস্যুতা, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসীরা গত (২৯ নভেম্বর) শুক্রবার রাত সাড়ে ১০টায় বাড়ি ফেরার পথে ভুলতা এলাকায় তিনি দুই দফা সন্ত্রাসীদের কবলে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার ভূমিদস্যুতা, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী ও স্থানীয় সন্ত্রাসী সিয়ামসহ তার সহযোগীরা শফিকুল ইসলাম মীরের চাচাতো ভাই মনির হোসেনের ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক জহিরুল ইসলামকে মারধর করে একটি মোবাইলফোন সেট ও তার সঙ্গে থাকা ৪ হাজার ৮৩০টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে সাংবাদিক শফিকুল ইসলাম মীর মোবাইলফোন ও টাকা লুটে নেওয়ার বিষয়টি সিয়ামকে জিজ্ঞাসা করেন। তাতে ক্ষিপ্ত হয়ে সিয়ামসহ তার সহযোগীরা শফিকুল ইসলাম মীরের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ টাকা, ডিএসএলআর একটি ক্যামেরা, মোবাইলফোন সেট, স্বর্ণের আংটিসহ ৩লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। পরে ঘটনাটি ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জকে অবহিত করে শফিকুল ইসলাম মীর বাড়িতে ফিরে যাওয়ার সময় পুলিশ ফাঁড়ির অদূরে সন্ত্রাসীরা রামদা, রোহার রড, দা, ছুরি, ছেনদা, চাপাতি, এসএস পাইপ ও অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে দ্বিতীয় দফা হামলা চালায়। এ সময় শফিকুল ইসলামের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে শফিকুল ইসলামকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, সাংবাদিক শফিকুল ইসলাম মীরের মাথায়, ডান পা,বাম হাতসহ শরিরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তবে এক্সরে ও সিটিস্ক্যান করে জখমের অবস্থা সম্পর্কে বুঝা যাবে। তবে সাংবাদিক শফিকুল ইসলাম এখন আশঙ্কামুক্ত।
এ ব্যাপারে শফিকুল ইসলাম মীর বাদী হয়ে সাওঘাট এলাকার কালাই ভুঁইয়ার ছেলে আল আমিন ভুঁইয়া(২৭), রফিক ভুঁইয়ার ছেলে সিয়াম ভুঁইয়া(১৯), আবুল হাসনাতের ছেলে বাবু ভুঁইয়া(২৫), দিল মোহাম্মদের ছেলে রাজু ভুঁইয়া(২৪), আমিনুল ভুঁইয়ার ছেলে ওসমান ভুঁইয়া(২২), শাহজাহান মিয়ার ছেলে নাজমুলকে(৩২) নামীয় ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, সাংবাদিক শফিকুল ইসলাম মীরের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page