
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে ৫টি ফ্লাইওভার নির্মাণ হচ্ছে। একই সঙ্গে হবে আরও ১৯টি অবকাঠামো। এগুলোর বিস্তারিত প্রকৌশল নকশা প্রণয়নে তিনটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
পরামর্শক প্রতিষ্ঠানগুলো হচ্ছে সার্ম অ্যাসোসিয়েট লি., ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট লি. (ডিপিএম) এবং ভিস্তারা আর্কিটেক্ট (প্রা.) লি.। চুক্তিতে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার। সার্ম অ্যাসোসিয়েটের পরিচালক (অপারেশন) শেখ মাসুম মো. সালাহউদ্দিন, ডিপিএমের পরিচালক লাইক মো. মুস্তাক, ভিস্তারা আর্কিটেক্টের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খালিদ পলাশ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া রেলওয়ে ক্রসিং ফ্লাইওভারের সম্ভাব্য দৈর্ঘ্য ৪শ মিটার ও প্রস্থ ১২ মিটার, কোর্ট স্টেশন রেলওয়ে ক্রসিং ফ্লাইওভারের সম্ভাব্য দৈর্ঘ্য ৫২১ মিটার ও প্রস্থ ১২ মিটার, শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর রেলওয়ে ক্রসিং ফ্লাইওভারের সম্ভাব্য দৈর্ঘ্য ৮৯৭ মিটার ও প্রস্থ ১২ মিটার, ভদ্রা রেলওয়ে ক্রসিং ফ্লাইওভারের সম্ভাব্য দৈর্ঘ্য ৫২০ মিটার, প্রস্থ ১২ মিটার। প্রকল্প-২ এর আওতায় ১টি সমন্বিত ফ্লাইওভার নির্মাণ করা হবে। মহানগরীর বর্ণালী, বন্ধ গেট এবং নতুন বিলসিমলা রেলওয়ে ক্রসিং পর্যন্ত এ ফ্লাইওভার নির্মিত হবে। এর সম্ভাব্য দৈর্ঘ্য ১২৫৫ মিটার ও প্রস্থ ১২ মিটার। প্রকল্প-৩ এর আওতায় ১৯টি বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হবে।
মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রী প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছেন। তিনি বলেন, রাজশাহীকে আরও উন্নত, আধুনিক ও বসবাস উপযোগী হিসেবে গড়ে তোলা হবে। শুধু অবকাঠামো উন্নয়ন নয়; কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিসিক শিল্পনগরী-২ ও চামড়া শিল্প পার্ক প্রতিষ্ঠার কাজ চলছে। ২২টি পুকুর অধিগ্রহণ করে পার্কের মতো বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। বক্তব্য দেন প্যানেল মেয়র-১ ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, জেম কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী ওয়াহিদ আজহার। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষার।