শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন নিয়ে যাত্রা করল ভূমি বাংলাদেশ
/ ৩০৩ Time View
Update : শুক্রবার, ১৩ মে, ২০২২, ৫:৫৫ অপরাহ্ন

সিনিয়র রিপোর্টার, ঢাকা:
দেশে প্রথম ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন নিয়ে যাত্রা করেছে কর্মসংস্থানমুখী শিক্ষার মাধ্যম ‘ভূমি বাংলাদেশ’। এখানে বিভিন্ন কোর্সে অংশ নিয়ে তরুণ-তরুণীরা নিজেদের দক্ষতা বাড়িয়ে খুব সহজেই চাকরির বাজারে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। একই সঙ্গে ভূমি বাংলাদেশ ভবিষ্যতে দেশের প্রথম ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গতকাল রাজধানীর একটি হোটেলে ভূমি বাংলাদেশ লিমিটেডের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমাদের শিক্ষিত জনবল আছে, কিন্তু দক্ষতার অভাব। আমাদের দক্ষ জনশক্তি তৈরি করে দেশের চাহিদা মেটাতে হবে। দেশের বড় কারখানাগুলোয় এখনো বিদেশী দক্ষ জনশক্তি দিয়ে চালানো হচ্ছে। এতে আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে। আমাদের শিক্ষিত জনবলকে দক্ষ জনশক্তিতে পরিণত করে দেশের চাহিদা মেটাতে হবে। এজন্য কিছু প্রতিষ্ঠান কাজ করছে, তা পর্যাপ্ত নয়। ভূমি ভার্চুয়ালি বিশ্ববিদ্যালয় পরিচালনা করার মধ্য দিয়ে দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ অবদান রাখবে বলে বিশ্বাস করি।
তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন অনেক এগিয়ে এসেছে, আমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছি। এগিয়ে যাওয়ার জন্য অভিজ্ঞতার বিকল্প নেই।

অনুষ্ঠানে জানানো হয়, এটি ভবিষ্যতে বাংলাদেশের প্রথম ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাবে। আন্তর্জাতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সে অনুযায়ী জ্ঞান ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। আমাদের পাসকৃত গ্র্যাজুয়েটের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু তা চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষ মানব সম্পদ সরবরাহ করতে পারছে না। ভূমি বাংলাদেশ বিভিন্ন কোর্সের মাধ্যমে এসব গ্র্যাজুয়েটকে দক্ষ করে গড়ে তুলতে সহায়তা করবে।

এতে আরো জানানো হয়, ভূমিতে বর্তমান এক্সিকিউটিভ, স্কিলআপ ও মাস্টারক্লাস—এ তিন কোর্স চালু রয়েছে। এক্সিকিউটিভ কোর্সের প্রধান লক্ষ্য হচ্ছে অল্প সময়ের মধ্যে বিভিন্ন সংস্থায় কর্মরত এক্সিকিউটিভদের প্রয়োজনীয় দক্ষ করে গড়ে তোলা। প্রদত্ত দক্ষতাগুলো হবে সফট ও প্রযুক্তিভিত্তিক। এ কোর্সের মেয়াদ ১০ থেকে ১৬ ঘণ্টা। এছাড়া ব্যবস্থাপনা বিষয়ে কৌশল, ডিজিটাল সেলস ও মার্কেটিং দক্ষতার কোর্স, ক্রিয়েটিভ ভ্যালু থ্রো নেগোসিয়েশনসহ তিন থেকে ছয় মাসের বিভিন্ন কোর্স চালুর অপেক্ষায় রয়েছে।

ভূমি বাংলাদেশের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ বলেন, আমার জানামতে বিশ্বে পাঁচ-ছয়টি ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় রয়েছে। অচিরেই ভূমি বাংলাদেশ দেশের প্রথম ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় হবে। প্রতিষ্ঠানটি চাহিদার সঙ্গে সংগতি রেখে কোর্স পরিচালনার মাধ্যমে তরুণ-তরুণীদের দক্ষ করে গড়ে তুলবে। বিশ্বব্যাপী ই-লার্নিংয়ের বিশাল বাজার রয়েছে। এ বাজার আমাদের ধরতে হবে। ভূমি বাংলাদেশকে এমন মানে উন্নীত করে গড়ে তোলা হবে, যেখানে দেশের পাশাপাশি বিদেশী শিক্ষার্থীরাও শিক্ষা গ্রহণ করবেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসিফ আশরাফ বলেন, এটি এমন একটি মাধ্যম, যা চাকরির বাজারের চাহিদা পূরণের উপযোগী অনলাইনে সহজপ্রাপ্য সময়োপযোগী কোর্স নিয়ে আসবে। ভূমি হচ্ছে একটি উচ্চমানের ভার্চুয়াল প্লাটফর্ম। যারা শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নিজেদের সম্ভাবনা বাড়াতে চান তাদের এটি একটি সাশ্রয়ী সমাধান হবে। এমনকি ভূমির মাধ্যমে বিদেশী বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অনলাইনে যৌথভাবে কাজ করা সম্ভব। বাংলাদেশে প্রায় সাড়ে ছয় কোটি ইন্টারনেট সংযোগ রয়েছে।দেশের প্রতিটি স্থান থেকে ভূমি প্লাটফর্মে ক্লাস করা যাবে।

ভূমির চেয়ারম্যান এবং বিজিএমইএর সাবেক সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সংসদ সদস্য সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সভাপতি ফারুক আহমেদ, ভূমির এমডি আসিফ আশরাফ প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page