গোপাল হালদার, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে (৭৮) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বাউফল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ঝালকাঠি জেলার আকবর শরীফের ছেলে মো. মাসুদ শরীফ (২৪), ভোলার মো. মাহফুজ, বাউফলের মিরাজ মৃধা (২০), মো. জহির প্যাদা (২৭) এবং বিধান চন্দ্র মিস্ত্রী (২২)। এ সময় অপহরণ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত ১,৩৫,৬৮০ টাকা উদ্ধার করা হয়।
ব্যবসায়ী শিবু বনিককের ভাগনী অনুরাধা মনি জানান, সময় বেশি লাগলেও তাকে অক্ষত অবস্থায় ফিরে পাবো এটা কখনোই ভাবিনি। প্রশাসনের অক্লান্ত পরিশ্রমের ফলে আমি আমার মামাকে ফিরে পেয়েছি এজন্য প্রশাসনের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা চিন্তিত ছিলাম তাকে অপহরণ করে নিয়ে গেছে কিন্তু আর ফিরে পাবো কি-না তাও ছিলো চিন্তার বাহিরে। আমরা সকলেই ভাবছি আমার মামা’কে হয়তো হারিয়ে ফেলেছি হয়তো আর ফিরে পাবো না, আর যদি পেয়েও থাকি তাহলে কিভাবে পাবো? কিন্তু ইশ্বরের অশিম করুনা আর প্রশাসনের সফল প্রচেষ্টা আমার মামা’কে ফিরে পেয়েছি।
ব্যবসায়ী শিবু বনিক জানান, আমি জীবিত ফিরে আসবো সেটা আমার চিন্তার বাহিরে ছিলো। প্রশাসনের সকলের প্রতি কৃতজ্ঞ যাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমি অক্ষত অবস্থায় আমার পরিবারের কাছে ফিরতে পেরেছি।
পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, “অপহরণের ঘটনায় আমরা ৯ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। এর মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।”
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, আরিফ মুহাম্মদ শাকুর এবং বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাত ১০টার দিকে কালাইয়া বন্দরের ব্যবসায়ী শিবু বনিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়। ৫২ ঘণ্টা পর সোমবার রাত ১টায় নাজিরপুর ইউনিয়নের ডালিমা গ্রামের একটি মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করে পুলিশ।