কাজী নাফিস ফুয়াদ,মাদারিপুর:
ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ডাসারে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতা ও অন্যান্য সংগঠন। এ সময় তারা বলেন, চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।
তৌহিদ জনতা ও ইসলামী অন্যান্য সংগঠনের উদ্যোগে বিকেলে ২ টার সময় ডাসার বাজার হতে ডাসার উপজেলার চত্বরে সমাবেশ করেন, সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলে তৌহিদি জনতা ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
উপস্থিতি বক্তারা বলেন ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত মুসলমানদের ওপর ইসরাইলের আগ্রাসী হামলা বিশ্বমুসলিম উম্মাহসহ শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত হেনেছে। ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের দেশে দেশে শান্তিকামী মানুষের প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার বিকল্প নেই।অবিলম্বে ফিলিস্তিনি মানুষের ওপর ইসরাইলের আগ্রাসন বন্ধ করত হবে। অবৈধ দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন