মোঃশরিফ হোসেনের,চাঁদপুর:
চাঁদপুরের ফরিদগঞ্জে দিনমজুর কৃষক মিলন ভূইয়ার দুইটি বসত ঘর সহ সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্বান্ত অসহায় পরিবারটির আর্তনাদে পুরো এলাকা শোকে স্তব্ধ।
উপজেলার পৌর এলাকার ভাটিয়ালপুর গ্রামের ভুঁইয়া বাড়ির এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা সহ বসত ঘরের মালিকরা।
অগ্নিকাণ্ডের সংবাদ শুনে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ মিলন ভূঁইয়া ও স্ত্রী শাহানারা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, কত কষ্ট করে তিলে তিলে দু’জনে মিলে তৈরি করেছি এই ঘরটি। কত স্বপ্ন ছিল আমাদের। কিন্তু আগুন আমাদের সবকিছু শেষ করে দিলো। রাতে আমরা স্বামী-স্ত্রী দু’জনেই নয়ারহাট বাজারে ছিলাম। খবর পেয়ে এসে দেখি আমাদের ঘরে আগুন লেগে সব শেষ হয়েগেছে। আমরা পথে বসা ছাড়া আর কোনো পথ খোলা নেই।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ কামরুল হাছান জানান, সন্ধ্যা সাড়ে সাতটায় সময় আগ্নিকান্ডের সংবাদ পেয়ে সাথে সাথেই ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কিভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, এখনো বলা যাচ্ছে না কিভাবে আগুন লেগেছে। ঘরে বিদ্যুৎ ছিল এবং পাশেই রান্নার ও লাড়কির ঘর ছিল। এই দুইটার একটি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়েছে।