সাইফুল হাসান কাশিয়ানী,গোপালগঞ্জ:
গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের ইউনিফর্ম ও সরঞ্জামসহ ভূয়া পুলিশের পরিচয়ে ডাকাত দলের ৬ সদস্য জনতার হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) দিবাগত রাত পৌনে বারোটায় দিকে উপজেলার জোতকুড়া গ্ৰামের মধ্যেপাড়া মজিবুর মোল্লার বাড়ির সামনে একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখা গেলে নাইট’গার্ড ও স্থানীয় জনগণের সন্দেহ হলে তাদেরকে আটক করে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে এসঅই জসিম ও সঙ্গীয় ফোর্সটিম তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল তথ্য। এ সময় আটককৃতদের বহরে গাড়িতে থাকা অবস্থায় পাওয়া গেছে সাব-ইন্সপেক্টর এক সেট পোশাক‚ গাড়ির সামনের অংশে লাগানো ইস্টিকার লোগো‚ দুইটি ভূয়া পুলিশ আইডি কার্ড‚ একটি পিস্তলের কভার ‚ এক সেট হ্যান্ডকাফ‚ একটি রিফ্লেক্টিং বেল্ট‚ আরো একটি কোমরের বেল্ট। কাশিয়ানী থানা পরিদর্শক ওসি জিল্লুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন ।
এছাড়াও তথ্য মতে আটককৃতরা হলো ঢাকার সূত্রাপুরের ইকবাল আহম্মেদ খানের ছেলে মোঃ আরিফ হোসেন খান (৩২)‚ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাওড়া দুওড়া গ্ৰামের তাইজুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৬), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রামদিয়া গ্ৰামের সুরুজ মোল্লার ছেলে লিটন মোল্লা (৩৮), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কদমপুর গ্ৰামের আলম হোসেনের ছেলে কাজল ইসলাম (৩০), দিনাজপুর জেলার টেঘেরা উপজেলার বিরল গ্ৰামের নজরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (৩৪), ও গোপালগঞ্জ জেলার সদর থানার ভোজেরগাতী গ্রামের মৃত: লোকমান সরদারের ছেলে মামুন সরদার (৩৭), ডাকাতির প্রস্তুতিকালে আটজন থাকলেও আটক হয় ছয়জন ঘটনা স্থান থেকে দুজন পালিয়ে যায়।
এ ঘটনায় ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের শেষ তাদের আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মোঃ জিল্লুর রহমান।