গোপাল হালদার, পটুয়াখালী: সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীতে উদযাপিত হলো ভিডিপি দিবস-২০২৫। রবিবার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ দিবসের শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ভিডিপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফি। এছাড়াও উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মরিয়ম আকতার, পটুয়াখালী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুল হক, মির্জাগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সঞ্জয় ঘোষ মিটু, বাউফল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা
মোঃ মজিবুর রহমান প্রমুখ।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা সমাজের সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে ভিডিপির ভূমিকা তুলে ধরেন। তাঁরা ভিডিপি সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এবং সামাজিক সমস্যাগুলো সমাধানে ভিডিপির অঙ্গীকারের কথা জোরালোভাবে উল্লেখ করেন।
#