ভোট এলেই প্রার্থী হয়ে যান, গত দুই যুগেরও বেশি সময়ে মৌচাক ইউনিয়ন পরিষদের ৬নং ওর্য়াডের মেম্বার প্রার্থী ছিলেন। যতবারই ভোটে দাঁড়িয়েছেন একবারও টিকেনি জামানত। এমন কি কোনো বারই ভোটে পাশ করতে পারেনি। নির্বাচন এলেই কিসের নেশায় কেমন করে যেন তিনি প্রার্থী হয়ে যান বলছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নে ৬নং ওর্য়াডের মেম্বারপ্রার্থী রফিকুল ইসলাম রফিকের কথা।
৫ম বারের মতো ১৫ জুন মৌচাক ইউনিয়নের নির্বাচনে সিলিং ফ্যান মার্কায় ৬নং ওর্য়াডের মেম্বারপ্রার্থী হিসাবে নির্বাচনে করছে রফিকুল ইসলাম রফিক।
৬নং ওর্য়াডের বাসীন্ধারা জানান, রফিকুল ইসলাম রফিক এর আগে ৪বার নির্বাচন করেছে কিন্তু কখনো পাশ করতে পারেনি তার কারন তিনি কখনো আওয়ামীলীগ, কখনো বিএনপি, আবার কখনো জাতীয়পাটির রাজনীতি করেছে এখন আবার কৃষক শ্রমিক জানতা লীগের রাজনীতি করেন। এছাড়া বিয়ে করেছেন চারটি, ২০০৭ সালে হিন্দু ধর্মবল্মী এক মেয়েকে বিয়ে করেন সেই ঘড়ে দুটি সন্তান রয়েছে। ২০০১ সালের নির্বাচনে নৌকা ভাংগচুর করে এবং তার আপন মামা প্রতিবাদ করলে তাকে সে অপমান করে। অভিযোগ আছে জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীর কর্মী হয়ে মাঠে কাজ করছেন। এমন কর্মকান্ডে ৬নং ওর্য়াডে বেশ বিতর্কিত রফিকুল ইসলাম রফিক।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, রফিকুল ইসলাম রফিক একেক সময় একেক দলের পরিচয় দেয়। আমরা যারা রাজনীতি করি তারা এই বিষয়টিতে সংক্ষীত। অত্র ওর্য়াডের মেম্বারপ্রার্থী হিসাবে সে একজন বিতর্কিত ব্যাক্তি।
এই বিষয়ে রফিকুল ইসলাম রফিক মুঠোফোনে বলেন, এই নিয়ে সে ৫বার নির্বাচন করছে। দুটি বিয়ের কথা স্বীকার করলেও আগে আওয়ামীলীগের রাজনীতি করলেও এখন কোন দলে রাজনৈতি করেন না বলে জানান।