সুদর্শন চক্রবর্তী, নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজারে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার ৪র্থ বর্ষ পেরিয়ে ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ নভেম্বর) দুপুর ১২:০০ ঘটিকায় কেক কাটা ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বর্তমানে আধুনিক ব্যাংকিং সেবা যেমন ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, মোবাইল এপ্লিকেশন, এটিএম কার্ড, ভিসা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড সহ সকল ধরনের সার্ভিস চালু রয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার বিষয়টি মাথায় রেখে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু হয়েছে। এছাড়া অদূর ভবিষ্যতে ব্যাংকটি নিজস্ব শাখা ও এজেন্ট শাখা বৃদ্ধির পাশাপাশি আরও আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আসবে।
মন্ডল হার্ডওয়্যার প্রোপ্রাইটর অলোক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। এছাড়া মালিগ্রাম ব্রাঞ্চ ম্যানেজার আসিফ ইকবাল, পাঁচ্চর ব্রাঞ্চ ম্যানেজার আবুল কালাম, মার্কেটিং অফিসার মোঃ মিঠুন, কাস্টমার সার্ভিস অফিসার রত্না বিশ্বাস, জাহাঙ্গীর আলম, এনায়েত মাতুব্বর এবং ক্যাশিয়ার সাধনা হালদার সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন, কৃষি বিষয়ক সম্পাদক দীপক মজুমদার, ভাংগা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, ভাংগা উপজেলা শ্রমিক লীগের সভাপতি জিতু মুন্সী ও সাধারণ সম্পাদক উজ্জ্বল মোল্লা এবং ভাংগা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর মোল্লা, আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কমল দাস ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাতুব্বর সহ সহযোগী সংগঠনের অন্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০১৯ সালে মিডল্যান্ড ব্যাংক নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজারে পূর্ণাঙ্গ বেসরকারি ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে।