সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধিঃ-ঢাকার ধামরাইয়ে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ফ্যাক্টরিতে একটি বড় ডাকাতির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল অতর্কিতভাবে ওয়াল টপকে ভিতরে প্রবেশ করে। তারা ফ্যাক্টরির সিকিউরিটি ঘাটের নিরাপত্তাকর্মী মোঃ আজগর আলীসহ পাঁচজনকে হাত-পা বেঁধে এক জায়গায় আটকে রাখে। এরপর ডাকাতরা নগদ টাকা, জেনারেটরের কেবল তার ও ব্যাটারি, ল্যাপটপসহ আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
সিকিউরিটি গার্ড মোঃ আজগর আলী বলেন, “আমাকে হাত-পা বেঁধে মেঘ ধুর করে আমাদের পাঁচজনকে এক জায়গায় রেখে সবকিছু নিয়ে যায়, যার মধ্যে টাকা, গাড়ির ব্যাটারি এবং জেনারেটরের তারও ছিল।”
এ বিষয়ে কাবুলিপাড়া ফারির অমল কুমার রয় বলেন, “আমরা ঘটনাটি জানার পরপরই তদন্ত শুরু করেছি।