রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী সরকারের কোন বিকল্প নেই :শামীম রেজা
Update : রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৭:১৮ অপরাহ্ন

আনিচুর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি:  উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বর্তমানে বাংলাদেশও উন্নত দেশে পরিনিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফরিদপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ শামীম রেজা। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের চিত্র পাল্টে গিয়েছে। শেখ হাসিনা সরকারের হাত ধরে বাংলাদেশ উচ্চ শিখরে পৌঁছে যাবে।

মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী স্কুল মাঠের পথসভায় এসব কথা বলেন তিনি। এ উঠান বৈঠকে মহিলাদের চোখে পড়ার মত উপস্থিত দেখা গিয়েছে।

এর আগে তিনি শুক্রবার জুম্মার নামাজ আদায় করে ফরিদপুর জেলার মাইচ্চর ইউনিয়নের বাহিরদিয়া- বৈঠালী গ্রামে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ এর বাবার কুলখানীতে যোগ দেন।

দোয়া শেষে তিনি বিকেলে মধুখালী উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভায় যোগদান করে সৈয়দ শামীম রেজা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে তলাবিহিন ঝুড়ি থেকে বাংলাদেশকে আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনিত হয়েছে। শুধু তাই নয় করোনা ভাইরাস ও রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্বের প্রায় সকল দেশ নূজ্য হয়ে পড়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা অলরেডি দেউলিয়া হয়ে গেছে। অনেকের রিজার্ভ সমস্যায়ও ভুগছে। তবে আল্লাহর রহমতে বাংলাদেশ এখনও মাথা উচু করে সকল বিপদ বিপত্তি উপেক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

পরে  শুক্রবার সন্ধ্যায় উঠান বৈঠকে মধুখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা গ্রামে উপস্থিত হয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সরকার মানুষের চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, মেট্রো রেল, কর্ণফুলী ট্যানেলসহ দেশের সড়ক পথও ব্যাপক উন্নয়নের ছোঁয়া লাগিয়েছে। বর্তমান দেশের আনাচে কানাচে সড়ক পথে যাওয়া সম্ভব হয়েছে একমাত্র দেশনেতৃ শেখ হাসিনার বিচক্ষণতা নেতৃত্বের কারণে । তার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের মানুষের আজ ভাগ্য বদল হয়েছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

নেতাকর্মীদের  উদ্দেশ্যে তিনি  বলেন, ঘরে বসে থাকার সময় আর নেই, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীদের সকল প্রকার বিভাজন, রেষারেষি, মনমালিন্য ভূলে গিয়ে কাঁধে কাধ মিলিয়ে, হাতে হাত রেখে নিরালস ভাবে সকলে একত্রিত হয়ে মিলেমিশে কাজ করে যেতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page