
আমির হোসেন রিয়েল,স্টাফ রিপোর্টারঃ–আগামী ৩১ জানুয়ারী টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহৎ ধর্মীয় জামায়াত বিশ্ব ইজতেমা । ১৬০ একর ময়দানে চলছে সামিয়ানা টানানোর কাজ।ময়দানের উত্তর-পশ্চিম কোণে এরই মধ্যে শতভাগ শেষ হয়েছে মূল বয়ান মঞ্চ তৈরির কাজ। সংস্কার করা হচ্ছে রাস্তাঘাট, মুসল্লিদের ওযু খানা, পয়নিষ্কাশন ব্যবস্থা কাজ সহ নানা কাজের। বসানো হচ্ছে ইলেকট্রিক লাইট ও সিসিটিভি ক্যামেরা। তুরাগ নদীর উপর তৈরি হচ্ছে অস্থায়ী ভেইলি ব্রিজ। এসব কাজে স্বেচ্ছায় অংশ নিচ্ছে ঢাকা, গাজীপুর ও আশেপাশের জেলা থেকে আসা তাবলীগ জামাতের কর্মীরা। প্রয়োজনীয় পানি ও বিদ্যুৎ সরবরাহের কাজ করছে গাজীপুর সিটি কর্পোরেশন। এরই মধ্যে শেষ হয়েছে ৮০ ভাগ কাজ, স্বেচ্ছায় দ্বীনের কাজ করতে পেরে খুশি মুসল্লিরা।
তবে শূরায়ী নেজামের মিডিয়ার সমন্বয়ক, হাবিবুল্লাহ রায়হান, জানান প্রথম পর্ব দুই ভাগে অনুষ্ঠিত হবে।৩১শে জানুয়ারি থেকে ২ই ফেব্রুয়ারি ও ৩ থেকে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে মুসলিমদের যাতায়াতের সুবিধার্থে তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর দাবী জানিয়েছেন শুরায়ী নেজাম এর মুরুব্বী প্রকৌশলী মাহফুজুল হান্নান।
ইজতেমা কেন্দ্র করে মাওলানা জুবায়ের অনুসারী ও মাওলানা সাদপন্থীদের বিরোধ কাটেনি এ অবস্থার আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়তি নিরাপত্তার কথা জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খান।
এদিকে ৫৮ তম বিশ্ব ইজতেমার দিল্লির মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্ব আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে।