মোঃ আতিকুর রহমান আজাদ কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ-
মাদারীপুরের ডাসারে তারুণ্য উৎসব-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। এসময় জুলাই আগস্টে ডাসার উপজেলার আহত ছাত্রদের সম্মাননা প্রদান করা হয়েছে। ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে আজ(৮ জানুয়ারি) বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।
ডাসার সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ডক্টর লুৎফর রহমান, ডি,কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমান,বিএনপি নেতা আলাউদ্দিন তালুকদার, শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীত কুমার তালুকদার,নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব বাড়ৈ,সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম,ডাসার উপজেলা শিল্পকলা একাডেমির ক্ষুদে শিশুশিল্পী বৃন্দ।