নূর এ আজাদ,নারায়নগঞ্জ:
২ জানুয়ারী মঙ্গলবার বেলা ১১ টায় বন্দর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম’র সভাপতিত্বে ও উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারুক ইকবাল’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা প্রত্যেকে পরিবার-পরিজন নিয়ে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন, নির্বাচনে অংশগ্রহণ করলে আপনাদের উপকার, দেশের উপকার, আপনাদের সন্তানদেরও উপকার। এই সরকার আপামন জনসাধারনের জন্য যা কিছু করেছেন শুধু দেশের মানুষের উপকারের জন্যই করেছেন। আজ আপনারা যে টাকাটা পাচ্ছেন এই টাকা অন্য কোন সরকার দেয়নি, আজ এই টাকাটা পেয়ে আপনাদের অবশ্যই কোন না কোন উপকার হচ্ছে আশা করি, আপনাদের ভালো কাজে লাগবে। তাই আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং যাকে খুশি তাকেই ভোট দিবেন, ভোট আপনার নিজের অধিকার। কাকে ভোট দিতে হবে বা হবে না এতে সরকারের কোন বাধ্যবাধকতা নেই।
বন্দর উপজেলার বিভিন্ন প্রান্তের ক্যান্সার, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোক প্যারালাইসিস, কিডনি ডায়ালাইসিস এবং থ্যালাসিমিয়া আক্রান্ত ১০ জন রুগীদের মধ্যে পঞ্চাশ হাজার টাকা করে চেক প্রদান, মোট ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফয়সাল কবীর।
এ সময় বন্দর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।