চিন্ময়ের পক্ষে দাঁড়ালেন না কোনো আইনজীবী, শুনানি ২ জানুয়ারি
Update :
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৫ পূর্বাহ্ন
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির নতুন তারিখ আগামী ২ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে চিন্ময় দাসের শুনানির দিন ধার্য ছিল। তবে এদিন তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। পাশাপাশি রাষ্ট্রপক্ষও মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন।
ফলে পরিস্থিতি বিবেচনায় আদালত চিন্ময় দাসের পরবর্তী জামিন শুনানির জন্য আগামী বছর ২ জানুয়ারি তারিখ ধার্য করেন।
More News Of This Category