রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের জয়জয়কার
/ ২২১ Time View
Update : শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ১:১২ অপরাহ্ন

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২২ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে এডভোকেট সুদীপ কুমার চক্রবর্তীসহ১৭ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদকসহ ৫ টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে শুক্রবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ কফিল উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন : সভাপতি পদে এডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী , সহ-সভাপতি এডভোকেট মোঃ কাসেদ আলী ,সহ-সাধারণ সম্পাদক বারীউল ছিদ্দিক, কোষাধ্যক্ষ এডভোকেট মীর মোঃ শাহানুর কবির( জুয়েল), , লাইব্রেরী সম্পাদক এডভোকেট গোলাম রাব্বি, অডিটর এডভোকেট আর.এ রোমান মন্ডল , সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মহামুদুর রহমান খান (ঝুমুর),ক্রীড়া সম্পাদক রাজীব আহাম্মদ (রাসেল) মহিলা সম্পাদিকা এডভোকেট কাকলী সুলতানা রুমা, সদস্য এডভোকেট হাবিবুর রহমান (হাবিব),এডভোকেট নাজমুল হোসেন (বুলবুল) এডভোকেট আহসান হাবিব( দুলাল) , এডভোকেট মোঃ নাসির উদ্দিন দর্জি( লিটন) , এডভোকেট সানিয়া শারমিন যুথী সরকার,এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন , এডভোকেট , এডভোকেট শহিদুল ইসলাম (জনি)

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সাধারণ সম্পাদক এডভোকেট মোঃমনজুর মোশেদ প্রিন্স, সহ-সভাপতি এডভোকেট কে এম হাফিজুর রহমান, এবং সদস্য পদে এডভোকেট মোহাম্মদ সজীব মোল্লা , এডভোকেট মো: শাহা আলম ও এডভোকেট আফরোজা আক্তার (মুন্নি) জয়ী হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃকফিল উদ্দিন সাংবাদিকদের জানান, এবারের নির্বাচনে ১ হাজার ৯৭১ জন ভোটারের মধ্যে ১ হাজার ৮০৮ জন ভোট দিয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page