বাংলাদেশ ইনস্টিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এ অনুষ্ঠিত হয়েছে ফিমেল মিলিটারী অফিসার্স কোর্স – ২৬ । ইউএন ওমেন ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী সহায়তায় ২২ আগস্ট কোর্সটি শুরু হয়ে শেষ হয় বৃহস্পতিবার । বাংলাদেশসহ বিশ্বের ২৬ টি দেশের অংশগ্রহনকারী নারী অফিসারকে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয় । সমাপনী অনুষ্ঠানে বক্তারা জানান, পুরুষ সহকর্মীদের মত সামরিক ভূমিকা পালন করার পাশাপাশি নারী শান্তি রক্ষীরা স্থানীয় এলাকায় রোল মডেল হিসেবে কাজ করতে পারে যা পুরুষ শাসিত সমাজে নারী ও মেয়েদেরকে তাদের নিজস্ব অধিকার ও শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা যোগাবে। ফিমেল মিলিটারী অফিসার্স কোর্সটি শান্তিরক্ষায় নারী কর্মকর্তাদের অংশগ্রহণ বৃদ্ধিতে সহায়ক ভূমিকার পাশাপাশি দ্বৈত ভূমিকা পালন করতে সক্ষম । সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল সুসানে গীতি ।