গাজীপুরে গ্লোবালন টেলিভিশনের সাংবাদিকদের উপর সন্ত্রাসী মুন্নার হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের আয়োজনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধনে গাজীপুর জেলা ও আশুলিয়ার কর্মরত সাংবাদিকসহ সর্বস্থরের মানুষ অংশগ্রহন করেন।
মানব বন্ধনে সাংবাদিকরা বলেন,আমরা পদে পদে নির্যাতিত হচ্ছি, সব ক্ষেত্রেই। মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ দ্রুত সাংবাদিক নির্যাতনকারী, হেনস্তাকারী, হামলাকারীদের গ্রেফতারে কার্যকরী পদক্ষেপ নেবেন।সাংবাদিকরা জাতির বিবেক। মনে রাখবেন, তাদের উপর হামলা করলে কিংবা তাদেরকে দমিয়ে দেয়ার চেষ্টা করলে দেশ পিছিয়ে যাবে। সাংবাদিকরা নিউজ কাভার করতে গিয়ে কারও প্রতিপক্ষ হতে চান না। সত্যটিই তুলে ধরেন। সাংবাদিক নির্যাতনে জড়িতদের গ্রেফতারে দাবি জানাই। আমরা রাস্তায় দাঁড়াতে চাই না। তখনই দাঁড়াই যখন আমাদের সহকর্মীরা নির্যাতিত হন। যারা হামলা করছেন, যারা বিচার না করে হাসছেন, তারা ভুল পথে হাঁটছেন। সাংবাদিকরা অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যে আছেন। নানাভাবে নির্যাতন-হয়রানি করা হচ্ছে এদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নেয়া হোক।