কোনাবাড়িতে নকল,ভেজাল,মেয়াদ উত্তির্ণ,আনরেজিস্টার্ড ও সরকারি ঔষধ পরিহার বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় কোনাবাড়ি পপুলার হসপিটালের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোনাবাড়ি কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সভাপতি আখতার উজ-জামানের সভাপতিত্বে বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম বিশালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন গাজীপুরের সহকারি পরিচালক আহসান হাবীব।
এই সময় আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি ও কোনাবাড়ি কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সদস্য বিনয় সরকারসহ কোনাবাড়ি থানার ৬টি ওর্য়াডের সকল কেমিস্ট ও ড্রাগিস্টগণ।
বাজারে নকল, ভেজাল, মেয়াদ উত্তির্ণ, আনরেজিস্টার্ড ও সরকারি ঔষধ বিক্রি ও মুজুত বন্ধে ঔষধ প্রশাসন নিয়মিত অভিযান করবে বলে জানান ঔষধ প্রশাসন গাজীপুরের সহকারি পরিচালক আহসান হাবীব।