গোপালগঞ্জ প্রতিনিধিঃ–মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানীতে।
গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে উপজেলা শহীদ মিনা চত্তর থেকে এ শোভাযাত্রা বের হয়। এরপর শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে আয়োজিত শোভাযাত্রাটি পরে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র-জনতার আন্দোলন হয়েছে। তারেক রহমান ছাত্র-জনতার আন্দোলনকে একটি গণআন্দোলনে রূপান্তরিত করে ফ্যাসিস্ট, মাফিয়া, স্বৈরাচার সরকারের পতন ত্বরান্বিত করেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরা ঐক্যবদ্ধ।
এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান (জায়েদার) বলেন, বাংলাদেশের জনগণের মুক্তির লক্ষ্যে, জনগণের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, সাম্য-মানবিক বাংলাদেশ গঠন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা দিয়েছেন। একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে। ৩১ দফা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তিনি কাশিয়ানী উপজেলা বিএনপির নেতা-কর্মীদের ৩১ দফা আত্মস্থ করতে এবং জনগণের কাছে পৌঁছে দেয়ার নির্দেশনা দেন।
নেতাকর্মীদের উদ্দেশে উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহীদুল আলম (মুন্না) বলেন, বিএনপি জনগণের দল; বিএনপির সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু বাংলাদেশের জনগণ। সুতরাং আপনারা জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন। জনদুর্ভোগ এর সৃষ্টি হয়, এমন কাজে লিপ্ত হলে- বিএনপি তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিবে। জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করার জন্যে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, সহ-সভাপতি আজিজুর রহমান ন্নানু, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান মিল্টন, ব্যারিস্টার কৌশিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরো মৃধা, রফিকুল ইসলাম খান রব্বানী, এনামুল হক, মোঃ কাইয়ুম উদ্দিন আহমেদ,
সাংগঠনিক সম্পাদক মুন্সী জাহিদুর রহমান জায়েদার, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল খান, যুব বিষয়ক সম্পাদক মোঃ মোরাদ মৃধা, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী মিয়া, কোষাধ্যক্ষ হুমায়ূন শরীফ,দপ্তর সম্পাদক নূর এ বোরহান লিটন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা উজির, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহীদুল আলম মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল কাজী, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস আলী মোল্লা, এ্যাডভোকেট সেলিম, শেখ তৈয়বুর রহমান তৈয়েব ও উপজেলা যুব দলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুল ও সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, সদস্য সচিব মোঃ মিলন খান, ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক, সুজাউদ্দিন শিকদার অপুসহ উপজেলা বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মৎসজীবিদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।